Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 28th July 2019
Press Release

অতিদরিদ্রদের লিস্ট করে সাহায্যের আহবান ১০ লাখ টাকার চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর

 

সিলেট, ২৬.০৭.২১০৯:


পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন অতি দরিদ্রদের লিস্ট করতে বললেন এবং তাদের সাহায্যে বিত্তবান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, সরকার অতিদারিদ্র আগামী পাঁচ বছরের মধ্যে দূর করতে চায়। কেউ যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয়। এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।
আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্বোচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন এসব কথা বলেন। 
এসময় তিনি ৪১জন ব্যক্তি ও ২০ টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক বিতরণ করেন । এছাড়া ৭১টি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। আগামীতে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্র্র্র্র্র্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালত হলে এদেশে কোন ব্যক্তি গৃহহীন থাকবে না । শেখ হাসিনার সরকার জনগণের সরকার
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হকের সভাপতিত্বে এসময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: ইউনুসুর রহমান, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবীর, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ বক্তৃতা করেন।

2019-07-26
Download