ঢাকা, ৩ জানুয়ারি ২০২১ :
বাংলাদেশি কূটনীতিক এবং জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আনোয়ারুল করিম চৌধুরীর (জয়ভাই) স্ত্রী মরিয়াম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় মরিয়াম চৌধুরী তাঁর স্বামী আনোয়ারুল করিম চৌধুরীর সাথে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে সক্রিয় ছিলেন।
ড. মোমেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরিয়াম চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেন।
আনোয়ারুল করিম চৌধুরী ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানের কলকাতা মিশনের ডেপুটি থাকা অবস্থায় পাকিস্থানের উপ-রাস্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে মিশনের ৬২ জন বাঙালি মিলে এ মিশন দখল করেন এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আনোয়ারুল করিম চৌধুরী স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ড. মোমেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি থাকাকালীন আনোয়ারুল করিম চৌধুরীকে বাংলাদেশ মিশনের "শান্তির সংস্কৃতি" বিষয়ে সিনিয়র উপদেষ্টা নিয়োগ করেন।