Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 17th August 2020
Press Release

লস এঞ্জেলেসে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

 

ঢাকা, ১৭ আগস্ট, ২০২০:

 

লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। লস এঞ্জেলেসে করোনা পরিস্থিতি অবনতির কারণে স্থানীয় সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি প্রতিপালন করে কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
কনসাল জেনারেল তারেক মোহাম্মদ জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচির সূচনা করেন। চ্যান্সেরির বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়। জাতির পিতা, বঙ্গমাতা, তাদের পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় জাতির পিতার জীবন কাহিনীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র "বঙ্গবন্ধু-বজ্রে তোমার বাজে বাঁশি" প্রদর্শিত হয়। শোক দিবসের তাৎপর্যের উপর আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর দূরদর্শী ও সাহসী নেতৃত্ব এবং অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

তিনি আশা প্রকাশ করেন যে, বিদেশে পলাতক বাকী সাজাপ্রাপ্ত আসামীদেরকে শীঘ্রই দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কনসাল জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতার জন্য আহবান জানান।
2020-08-17
Download