জেদ্দা, ০৫ আগস্ট ২০২৩:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী” উদ্যাপন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে অদ্য ০৫ আগস্ট ২০২৩ তারিখে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী” পালন করা হয়। এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মান্যবর কনসাল জেনারেল জনাব মোহাম্মদ নাজমুল হক কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীসহ শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর তরজমাসহ পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ কামাল ও তাঁদের পরিবারসহ একাত্তরে নিহত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয় এবং শেখ কামাল এর জীবন ও কর্মের উপর নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে মান্যবর কনসাল জেনারেল কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ শহিদ শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন। মান্যবর কনসাল জেনারেল জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি শহিদ শেখ কামালকে অসম্ভব মেধাবী ও বিনয়ী উল্লেখ করে ক্রীড়াক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। মান্যবর কনসাল জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সুদক্ষ নেতৃতের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বের কারণে বাংলাদেশের বিভিন্ন বৃহৎ প্রকল্প যেমন-পদ্মা সেতু, পারমানিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মেট্রোরেল প্রভৃতির বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রবাসীদেরকে রাজনৈতিক সংকীর্ণতার উর্ধ্বে উঠে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো বিদেশীদের নিকট তুলে ধরা ও দেশের উন্নয়নে যথাসম্ভব অবদান রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান ।
অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক-ছাত্র, স্থানীয় বাংলাদেশী সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জেদ্দা প্রবাসী অনেক বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।