ঢাকা, ৩১ ডিসেম্বর ২০১৯:
বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন (বিএফএসএ)- এর পক্ষ হতে বিএফএসএ -এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম কর্মদিবসে মাসুদ বিন মোমেনকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএফএসএ-এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাসুদ মাহমুদ খন্দকার, সাধারণ সম্পাদক জনাব খোরশেদ আলম খাস্তগীর এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিনন্দন জ্ঞাপনকালে নব নিযুক্ত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব পালনকালে বিএফএসএ-এর পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করা হয়।