Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 20th September 2023
Press Release

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করতে আগ্রহ প্রকাশ

 

নিউইয়র্ক, ১৯ সেপ্টেম্বর ২০২৩:
 
 
বাংলাদেশ ও সিয়েরা লিওন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ২০২৩) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের  পার্শ্ব বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং সিয়েরা লিওনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী তিমোথি মুসা কাব্বা (Mr. Timothy Musa KABBA, Minister for Foreign Affairs and International Cooperation of the Republic of Sierra Leone) দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করার সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
 
 
সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কৃষিখাতে সার্বিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অভূতপূর্ব অর্জনের ভূয়সী প্রশংসা করেন। এসময় তাঁর দেশের এসব খাতে উন্নয়নের জন্য তিনি বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি সিয়েরা লিওনে বাংলাদেশ থেকে প্রেরিত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। 
 
 
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাকে সিয়েরা লিওনের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সিয়েরালিওনের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক ভালোবাসা রয়েছে। তিনি বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু  কৃষি খাত নয়, তৈরিপোষাক, ফার্মাসিউটিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও ব্যাপক উন্নতি সাধন করেছে। ড. মোমেন বলেন, বাংলাদেশ কৃষিখাত ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সিয়েরালিওনকে সহায়তা করতে আগ্রহী। 
 
 
সিয়েরা লিওনের পররাষ্ট্র মন্ত্রী তাঁর দেশে বাংলাদেশের মিশন স্থাপনের জন্য অনুরোধ জানান। ড. মোমেন জানান, আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ কাজ করে যাচ্ছে এবং অনেকগুলো উদ্যোগও গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিয়েরা লিওনের পররাষ্ট্র মন্ত্রীকে ব্যবসায়ী প্রতিনিধিদলসহ বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান।
2023-09-19
Download