Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 15th May 2019
Press Release

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ‘আন্তর্জাতিক কর্মসূচি ও যোগোযোগ উপকমিটি’ এর দ্বিতীয় সভা অনুষ্টিত হয়।

১৫ মে ২০১৯, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ‘আন্তর্জাতিক কর্মসূচি ও যোগোযোগ উপকমিটি’ এর দ্বিতীয় সভা আজ সকাল ১১ ঘটিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্টিত হয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন সভার সভাপতিত্ব করেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুবুজ্জামান, সাবেক প্রধান তথ্য কমিশিনার মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন, , এফবিসিসিআই সভাপতি মো: শফিউল আলম মহিউদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগের মহাপরিচালক মাসুদুর রহমান ও অন্যান্য। আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধুকে আরো বেশি তুলে ধরার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।  স্বনামধন্য  বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকা, ম্যাগাজিনে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব , তার সংগ্রামী জীবনালেখ্য, বিখ্যাত ভাষণ প্রভৃতি কিভাবে তুলে ধরা যায় সেসব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ ও প্রবাসী বাংলাদেশীদেরকে সম্পৃক্ত করার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। এ সকল বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। 

2019-05-15
Download