Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 17th August 2020
Press Release

জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

 

আঙ্কারা, ১৫ আগস্ট ২০২০:

 

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েতুরস্কে ১৫ আগস্ট ২০২০ তারিখে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। ১৫ আগস্ট ২০২০ পূর্বাহ্নে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী কর্তৃক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অতঃপর দূতাবাসের কর্মকর্তা/কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নবনির্মিত প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন। পুষ্পাঘ্য প্রদানের পর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে সংঘটিত বিয়োগান্তুক ঘটনায় সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর দূতাবাসের নবনির্মিত বিজয় একাত্তর মিলনায়তনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের কর্মর্কতা/কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে উক্ত দিবস উপলক্ষে প্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র বাণী পাঠ করা হয়। এসময় বঙ্গবন্ধুর জীবন ও অর্জনের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্রপ্রদর্শন করা হয়।

 ১৫ আগস্টের বিয়োগান্তুক ঘটনার প্রতি আলোকপাত করতে গিয়ে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, বাঙ্গালী জাতির কল্যাণে ও তাদের অধিকার নিশ্চিত কল্পে বঙ্গবন্ধু আমৃত্যু নিরলস পরিশ্রম করে গেছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এছাড়া, বঙ্গবন্ধুর রাজনৈতিক বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির বিষয়ে তিনি উল্লেখ করেন যে, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে শুধু বাংলাদেশের স্বাধীনতাই এনে দেননি বরং স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণে এবং বাঙ্গালী জাতির মূল্যবোধ, আদর্শ ও লক্ষ্য প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” গড়ারলক্ষ্যে প্রত্যেক বাংলাদেশীকে যার যার অবস্থানে থেকে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন যে, বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকারীরা বাঙ্গালী জাতীয়তাবাদের চেতনাকে বাংলাদেশের আপামর জনতার মন থেকে যেমন মুছে ফেলতে পারেনি তেমনি ভাবে আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকে বাধাগ্রস্থ করতে পারেনি। ফলশ্রুতিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ একটি সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এখন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের কারণে বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের দেশ গুলোর জন্য রোল মডেলে পরিণত হয়েছে।

পরিশেষে, বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত এর মাধ্যমে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শোক দিবসের অন্য কর্মসূচীতে বাংলাদেশ দূতাবাস তুর্কী রেড ক্রিসেন্ট (তুর্ক কিজলেই) এর সহযোগিতায় আঙ্কারায় বসবাসরত ১০৫টি দুস্থ সিরিয়ান শরণার্থী পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করে। উল্লেখ্য, ২০১৬ সাল হতে প্রতি বছর দূতাবাস জাতীয় শোক দিবসে সিরীয় শরনার্থীদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচী আয়োজন করে আসছে। 

2020-08-15
Download