Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 4th June 2023
Press Release

সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

 

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩:

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী  যথাযথ মর্যাদায় সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে । এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এরপর জাতির পিতার “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত কমিউনিটি সদস্যবৃন্দ তাঁদের আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব এবং অপরিসীম আত্মত্যাগের কথা তুলে ধরেন ।   

 

রাষ্ট্রদূত জনাব মেহ্‌দী হাসান তাঁর বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত। বিশ্বশান্তির একনিষ্ঠ সমর্থক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। সারাবিশ্ব আজ যখন যুদ্ধ-বিগ্রহে বিপর্যস্ত, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী ও তার শান্তির দর্শন আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। রাষ্ট্রদূত সবাইকে জাতির পিতার শান্তির দর্শন-এর চেতনা হৃদয়ে ধারণ করে এ লক্ষ্যে কাজ করার জন্য আহবান জানান।  

 

সবশেষে বাংলাদেশসহ সারা বিশ্বের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

2023-06-01
Download