জাকার্তা, ০৫ আগস্ট ২০২২:
বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জিইউপি, এনডিসি, পিএসসি মহোদয়ের সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ রেখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
প্রথমে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়। উক্ত অনুষ্ঠানে ওয়েবিনারের মাধ্যমে ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। ভার্চূয়ালি যোগদানকৃত বাংলাদেশি সুধীজন বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ে তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়ানুরাগী, সংস্কৃতিমনা, তারুণ্যদীপ্ত বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অভিযাত্রায় তাঁর প্রদর্শিত পথ, আদর্শ এবং দিক-নির্দেশনা আজও এক অনুকরণীয় মডেল। তিনি আমাদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে সদাজাগ্রত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সর্বশেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।