করাচি, ১৭ এপ্রিল ২০২৩:
বাংলাদেশ উপ-হাইকমিশন করাচি যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ২০২৩ তারিখে মুজিবনগর দিবস ২০২৩ পালন করে।
পবিত্র কোর'আন থেকে তেলা'ওয়াত এর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। অতঃপর দিবসের উপর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। বাণী পাঠ শেষে মুজিবনগর দিবসের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অতঃপর প্রথম সচিব জনাব মোঃ আরিফ এলাহী এর সঞ্চালনায় এবং উপ-হাইকমিশনার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ মুজিবনগর দিবসের ইতিহাস, গুরুত্ব ও এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। উপ-হাইকমিশনার এস.এম. মাহবুবুল আলম তাঁর বক্তব্যের শুরুতে বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহিদ, সম্ভ্রমহারা দুই লক্ষ মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করে।
উপ-হাইকমিশনার উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে মুক্তিসংগ্রামের যে ডাক দিয়েছিলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১৯৭০ এর সাধারণ নির্বাচনে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে একটি সাংবিধানিক সরকার আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে।
উপ-হাইকমিশনার শ্রদ্ধাভরে স্মরণ করেন, মুজিবনগর সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করে। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের চার মৌলিক উপাদান- স্বাধীন ভূ-খন্ড, জনগণ, সরকার ও সার্বভৌমত্ব তথা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন। মুজিবনগর সরকার আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকেও সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনমত সৃষ্টি, শরণার্থী ব্যবস্থাপনা, যুদ্ধের রণকৌশল নির্ধারণ তথা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্ঠা মুজিবনগর সরকারের ঐতিহাসিক ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের প্রাক্কালে উপ-হাইকমিশনার গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের ”সোনার বাংলা” বিনির্মাণে নিজ নিজ অবস্থানে অবদান রাখার দৃঢ়-প্রত্যয় ব্যক্ত করেন।