বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক ড. এনামুল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ১১ জুলাই ২০২২:
একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক, জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
এক শোকবার্তায় তিনি মরহুম এনামুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম এনামুল হকের কর্মময় জীবনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণা ও সংরক্ষণে ড. এনামুল হকের যথেষ্ট অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ছিলেন। জাতীয় জাদুঘরের আধুনিকীকরণে তাঁর অবদান অনস্বীকার্য।
উল্লেখ্য, ড. এনামুল হক গতকাল (রবিবার) ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।