Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 8th November 2023
Press Release

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ 'জাতীয় সংবিধান দিবস' পালন

 

৭ নভেম্বর ২০23:


বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এ গতকাল ৬ নভেম্বর ২০২৩ যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস' পালন করা হয়। এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অতঃপর ‘জাতীয় সংবিধান দিবস'-এর প্রেক্ষাপট ও গুরুত্বের উপর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 


কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এ বিশেষ আলোচনার শুরু করেন। তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যে ও বাংলাদেশের স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বোচ্চ আইন, সংবিধান রচিত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের জন্য এটি এক অনন্য দলিল। এ সংবিধানে রাষ্ট্রের মালিকানা জনগণের বলে স্বীকৃতি প্রদান করা হয়েছে। কনসাল জেনারেল বাংলাদেশ সংবিধানের মৌলিক নীতিসমূহ ও আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেন। তিনি সংবিধানের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ের কথা উল্লেখ করেন। সংবিধানের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বর্ণনাকালে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হবার জন্য আহবান করেন। তিনি সবাইকে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উজ্জীবিত হবার জন্য গুরুত্বারোপ করেন। পরিশেষে, কনসাল জেনারেল ৪ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ ঘেষণা করায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য, শহিদ জাতীয় চার নেতা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। 

2023-11-07
Download