Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd March 2020
Press Release

"Birth Centenary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and National Children's day 2020"

 

জেনেভা, ১৭ মার্চ ২০২০:

 

যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে আজ জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষে’র উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বছর ব্যাপী জন্মশত বার্ষিকী ও “মুজিব বর্ষ” উদযাপনের শুভ সূচনা করা হয়েছে। সকালে জেনেভাস্থ জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে’র সূচনা করেন।   

 

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করাহয়। এসময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” সহ অন্যান্য প্রকাশিত লিখনীর উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করা হয়। এছাড়াও ছিল বিশেষ করে বঙ্গবন্ধুর আন্তর্জাতিক পরিমন্ডলে  বলিষ্ঠ বিচরনের উপর ভিত্তি করে নির্মিত বিভিন্ন ব্যানার ও ছবির মাধ্যমে উপস্থাপিত একটি প্রদর্শণী। সবশেষে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীগণ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং জাতির পিতার জন্মদিনের আনুষ্ঠানিকতায় বিশেষ মাত্রাযোগ করে একটি কেক কাটা হয়।

 

রাষ্ট্রদূত আহসান তাঁর বক্তব্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ পরিক্রমায় সংঘটিত বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামে বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্ব ও তাঁর রাজনৈতিক প্রজ্ঞার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া বাঙ্গালি জাতি সত্তার বিকাশে জাতির শ্রেষ্ঠ সন্তানের অবদানের কথা ও তিনি তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষের এই মাহেন্দ্রক্ষণ বাঙ্গালি জাতির জন্য বিশেষ আনন্দের ও গৌরবের। তিনি আরো বলেন জাতির এই ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তানের নির্ভীক, অমিত সাহসী ও জন দরদী নেতৃত্বই ছিল বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশিকা। মুজিববর্ষের এই বিশেষ মুহর্তে রাষ্ট্রদূত জাতির পিতার স্বপ্নের “সোনার বাংলা” গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য আহবান জানান। এছাড়া তিনি বঙ্গবন্ধুর মহান আদর্শ বিশ্ব পরিমন্ডলে যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে বাঙ্গালি জাতিসত্তাকে বিশ্ব দরবারে সুপরিচিত করার জন্য বাংলাদেশি প্রবাসীদের সচেষ্ট থাকার অনুরোধ করেন।

 

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন বছর ব্যাপী কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। এ ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী এবং বিদেশী কূটনীতিকদের অংশগ্রহণে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতার জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষে’র উদ্বোধন করার পরিকল্পনা থাকলে ও মহামারি কোরোনা ভাইরাসের কারণে সুইজারল্যান্ড সরকার কর্তৃক সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ করার প্রেক্ষিতে এ অনুষ্ঠানের আকার ও প্রকৃতিতে পরিবর্তন করে দিবসটি উদযাপন করা হয়।

2020-03-20
Download