Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 12th March 2023
Press Release

তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের শুভ উদ্বোধন

 

১১ মার্চ ২০২৩, ঢাকা:

 

২০২৬ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন।

 

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই গ্লোবাল বিজনেস সামিটে বিভিন্ন দেশের ২০০ জনেরও বেশি সরকারি-বেসরকারি পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি, উদ্যোক্তা এবং বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবী, ভুটানের বাণিজ্যমন্ত্রী কর্ম দরজি ও আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের উপ-মহাপরিচালক শিয়াংশেন ঝ্যাং। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

 

মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শক্তিশালী গ্রামীণ অর্থনীতি, উন্নত অবকাঠামো বিনির্মাণ ও গতিশীল বেসরকারি খাতের অবদানকে বিশেষ গুরুত্বারোপ করেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তিনি বাংলাদেশের অবকাঠামো খাত, লজিস্টিকস এবং উৎপাদন খাতে বিনিয়োগের জন্য আহ্বান করেন। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যেই বাংলাদেশের অর্থনীতির আকার ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে চলেছে এবং এই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জনকূটনীতি, অর্থনৈতিক কূটনীতি এবং শান্তি ও স্থিতিশীলতা এই তিনটি উদ্যোগকে সামনে রেখে কাজ করছে। বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের উন্নতি সাধনে বিভিন্ন উদ্যোগসমূহ উল্লেখ করে তিনি বলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতির কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি অনুবিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া সভায় উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।

 

বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধনী দিনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের দুইটি সেশন পরিচালিত হয়। সিএনএনের খ্যাতনামা সাংবাদিক রিচার্ড কোয়েস্ট মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশে অর্থনৈতিক সম্ভাবনা বিষয়ে মতামত তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।          

2023-03-11
Download