Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 3rd March 2021
Press Release

ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

ঢাকা, ০২ মার্চ ২০২১:


কয়েকটি পত্রিকায় “ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় না বাংলাদেশ” শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় বাংলাদেশ। তবে, বাংলাদেশের অগ্রাধিকার হলো উন্নয়ন। এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে বা বিনিয়োগের ক্ষেত্রে কেউ এগিয়ে আসলে বাংলাদেশ স্বাগত জানাবে। দামি দামি প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বাংলাদেশের জন্য অগ্রাধিকার বিষয় নয়।

ড. মোমেন বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইন্দো-প্যাসিফিক ইস্যুতে মার্কিন বিনিয়োগের উদ্যোগকে সরকার স্বাগত জানাবে। তিনি উল্লেখ করেন, আমরা চাই বঙ্গোপসাগর সকলের জন্য উন্মুক্ত থাকবে।

2021-03-02
Download