Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 3rd June 2019
Press Release

অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা, ০২.০৬.২০১৯:


অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
 

  সৌদিআরবে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সহকর্মী হিসেবে আমি ও মমতাজউদদীন একসাথে কাজ করার সুবাদে তাঁকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পেয়েছিলাম। 
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মমতাজউদদীনের মৃত্যুতে জাতি একজন প্রথ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতাকে হারালো। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ মমতাজউদদীন চলে যাওয়ায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। এই গুণী ব্যক্তির অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।


 তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

2019-06-02
Download