অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ০২.০৬.২০১৯:
অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সৌদিআরবে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সহকর্মী হিসেবে আমি ও মমতাজউদদীন একসাথে কাজ করার সুবাদে তাঁকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পেয়েছিলাম।
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মমতাজউদদীনের মৃত্যুতে জাতি একজন প্রথ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতাকে হারালো। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ মমতাজউদদীন চলে যাওয়ায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। এই গুণী ব্যক্তির অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।