Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 21st March 2023
Press Release

ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ এন্ড কেয়ার রিসার্চ (NIHR) এর সাথে যৌথ অংশীদারিত্বমূলকভাবে কমিউনিটি কল্যাণমূলক একটি গবেষণা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ

 

ম্যানচেষ্টার, ১৮ মার্চ ২০২৩:

 

বাংলাদেশ সহকারী হাই-কমিশন, ম্যানচেষ্টার প্রথমবারের মতো যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ এন্ড কেয়ার রিসার্চ (NIHR) এর সাথে যৌথ অংশীদারিত্বমূলকভাবে কমিউনিটি কল্যাণমূলক একটি গবেষণা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে NIHR এর স্বেচ্ছাসেবক এবং গবেষণা সহযোগীদের একটি দল বাংলাদেশ সহকারী হাই কমিশন, ম্যানচেষ্টারে (সীমার্ক হাউজ, এডজ লেন, ম্যানচেষ্টার, এম৪৩ ৬বিবি) স্বেচ্ছাসেবী অংশগ্রহণকারীদের থেকে নমুনা সংগ্রহ (১৬ বছরের উর্ধ্বে) করেছেন। শতাধিক বৃটিশ বাংলাদেশী কমিউনিটির সদস্যরা স্বেচ্ছায় উক্ত গবেষণামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং নমুনা প্রদান করেছেন।

 

উল্লেখ্য যে, NIHR যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) এর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। NIHR নির্দিষ্ট কিছু বংশগত (জেনেটিক) দুর্বলতার উপর একটি বিশাল গবেষণা কার্য পরিচালনা করছে। এই জেনেটিক গবেষণা বংশগত (জেনেটিক) রোগসমূহ বিশেষ করে ডায়াবেটিস, কার্ডিও-ভাসকুলার, স্ট্রোক, হৃদ রোগ এবং মানুসিক স্বাস্থ্য সমস্যার কারণ নির্ণয়ে ব্যবহৃত হবে। এই গবেষণাটি গবেষকদের এই সকল জেনেটিক রোগসমূহের কারণ নির্ণয় এবং ভবিষ্যতে এ রোগের নির্দিষ্ট চিকিৎসা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।

 

এই গবেষণাটি সম্পন্ন হলে বৃটিশ বাংলাদেশী কমিউনিটির সদস্যদের চিকিৎসা সেবার কার্যক্রম ত্বরান্বিত হবে এবং তাঁরা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন। বৃটিশ-বাংলাদেশীদের জন্য সাধারণ চিকিৎসার পরিবর্তে অধিক কার্যকরী ও সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন এই গবেষণার অন্যতম লক্ষ্যবস্তু। বাংলাদেশ সহকারী হাই-কমিশন, ম্যানচেষ্টার এই প্রচেষ্টায় সার্বিক সহযোগিতা প্রদান করছে।

2023-03-18
Download