ঢাকা, ১৬ নভেম্বর ২০২০:
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত সজ্জন এবং দৃঢ় চিত্তের অধিকারী শওকত আলীর সাথে আমার ঘনিষ্ঠতা ছিল বহুদিনের। মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে শওকত আলীর অবদান বাঙালি জাতি চিরকাল স্মরণ রাখবে। বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী এবং আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী এ মহান ব্যক্তির মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।