পোল্যান্ড, ২৫ মার্চ ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ, পোল্যান্ডে, আজ ২৫ মার্চ ২০২৩ তারিখে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস ২০২৩ পালন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলায়াত এর মাধ্যমে গণহত্যা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই ঢাকা থেকে প্রাপ্ত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়। উপস্থিত সকলে মহান মুক্তিযোদ্ধে শহীদের স্মৃতির স্মরণে এক মিনিরটের নিরবতা পালন করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
মান্যবর রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন তাঁর বক্তব্যে বলেন যে, ২৫ মার্চ কালরাতে আপারেশন সার্চলাইট-এর নামে পাকিস্তানী হানাদার বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। নির্বিচারে হত্যা করা হয়েছিল নিরীহ বাঙালিদের, হত্যা করা হয়েছিল বাংলার বুদ্ধিজীবীদের। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলার নিরীহ জনগন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনার কথা উল্লেখ করেন।
১৯৭১ সালের গণহত্যার শিকার সকল শহীদ, জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।