জাকার্তা, ০৮ আগস্ট ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মোঃ সাজেবুর রহমান-এর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। প্রথমে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে চার্জ দ্য অ্যাফেয়ার্স মহোদয় কর্তৃক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়। উক্ত অনুষ্ঠানে ইন্দোনেশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর জীবনী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান ও অসীম ত্যাগের বিষাদ আলোকপাত করেন। পরবর্তিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর জীবনীর উপর প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
চার্জ দ্য অ্যাফেয়ার্স মহোদয় তাঁর বক্তব্যে বঙ্গমাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বুদ্ধিমত্তা, ধৈর্য্য ও অসীম সাহস নিয়ে আমৃত্যু স্বামীর পাশে থেকে একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতাই তাঁকে বঙ্গমাতার আসনে আসীন করেছে। বঙ্গমাতা যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন, তা যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সর্বশেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির সার্বিক কল্যানের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।