Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 1st June 2022
Press Release

আটলান্টিক সিটির স্টকটন বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড.মেরিডাউইলডা কোলন-এর সাথে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের বৈঠক

 

নিউইয়র্ক, ৩১ মে ২০২২:

 

নিউয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং স্টকটন বিশ্ববিদ্যালয় এর  অধ্যাপক ও ‘স্টকটন সেন্টার ফর কমিউনিটি এনগেজমেন্ট’-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মেরিডাউইলডা কোলন-এর মধ্যে ৩১ মে ২০২২ তারিখে আটলান্টিক সিটিতে উক্ত বিশ্ববিদ্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আটলান্টিক সিটিতে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দকে সম্পৃক্ত করে স্টকটন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশের ইতিহাস, ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে যুক্তরাষ্ট্রে তুলে ধরার বিষয়ে তারা মতামত প্রকাশ করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এ বছর তাদের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে উল্লেখ করে ভবিষ্যতে এ দু’দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কনসাল জেনারেল ড. ইসলাম ও অধ্যাপক ড. কোলন স্টকটন বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের যে কোন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রকাশনা প্রভৃতি বিষয়ে যোগসূত্র স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে ভবিষ্যতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক প্রেক্ষাপটে বর্তমান বিশ্বে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্টকটন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ক একটি সেমিনার করার বিষয়ে কনসাল জেনারেলের প্রস্তাবে অধ্যাপক ড. কোলন ইতিবাচক সাড়া প্রদান করেন।

 

পরবর্তীতে, কনসাল জেনারেল ড. ইসলাম আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন, যেখানে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরে এ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। আলোচনায় নতুন প্রজন্মকে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, বিশেষ করে মহান মুক্তিযোদ্ধার ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও চেতনার সাথে আরো ব্যাপকভাবে পরিচয় করিয়ে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

 

উল্লেখ্য, কনসাল জেনারেল আটলান্টিক সিটিতে বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক কর্তৃক পরিচালিত, বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে স্টকটন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মোবাইল কনস্যুলার ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আগত সেবা প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কনসাল জেনারেল যোগ করেন যে, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে সদাপ্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

2022-05-31
Download