পোর্ট লুইস, ৭ মার্চ, 2023:
বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইস, মরিশাসে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ ২০২3 যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়।
মান্যবর হাইকমিশনার মিজ রেজিনা আহমেদ তাঁর বক্তৃতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। বঙ্গবন্ধুর এই ভাষণ আবাল বৃদ্ধ বনিতা সকলকেই যেমন ৭ই মার্চ ১৯৭১ সালে উজ্জীবিত করেছিল, তেমনি আজও দেশে বিদেশের সকল বাঙ্গালিকে অনুপ্রাণিত করে যাচ্ছে। নির্দ্বিধায় বলা যায় যে, এই ভাষণ কালজয়ী এবং চির ভাস্বর। এই ভাষণই সকলকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত- সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র হাতকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান।
৭ই মার্চ-এর উপর পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তিনি প্রবাসী কর্মীদের সাথে মতবিনিময় করেন। তিনি বিশেষভাবে প্রবাসী কর্মীদের এদেশের আইন কানুন মেনে চলাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন। তাঁদের বিভিন্ন সমস্যাবলী শুনেন এবং কিছু কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।