ঢাকা, ২০.১২.২০১৯ :
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফজলে হাসান আবেদের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ১৯৭২ সাল থেকে। তিনি অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশসহ পৃথিবীর অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষকে সেবা প্রদান করেছে। ফজলে হাসান আবেদের অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।