Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 20th January 2021
Press Release

আটকে পড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করলেন ড. মোমেন

ঢাকা, ১৯ জানয়ারি ২০২১:

 

করোনা মহামারির কারণে আটকে পড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফিরিয়ে নিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ  বিন রশিদ আল জায়ানিকে অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। আজ বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে  আলাপকালে  ড. মোমেন এ অনুরোধ করেন।

 

সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি  এসময়  বাংলাদেশি  প্রবাসীদের  জন্য  সাধারণ  ক্ষমার মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেন।

 

বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় Foreign Office Consultation (FOC) শিগগির  ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়  উভয়  দেশের  পররাষ্ট্রমন্ত্রী  সম্মতি  প্রকাশ  করেন  ড.  মোমেন  প্রবাসী  বাংলাদেশিসহ  বাহরাইনে অবস্থানরত সকলের জন্য বিনামূল্যে টিকা  বিতরণের  জন্য  সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।

2021-01-19
Download