Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 17th December 2023
Press Release

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ যথাযথ মর্যাদায় পালন

 

১৪ ডিসেম্বর ২০২৩, বন্দর সেরি বেগাওয়ান:

 

‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করল ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনার নেতৃত্বে ও হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের কর্মতৎপরতা ও নিমন্ত্রিত অতিথিবৃন্দের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত সকলে ১৪ ডিসেম্বর ১৯৭১ তারিখে নির্মমভাবে নিহত শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনান বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা। এরপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করে বিশেষ এই দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। বাংলাদেশ হাইকমিশনার তাঁর বক্তব্যে বাংলাদেশের মেধাবী জনগোষ্ঠীর এই নির্মম হত্যাকান্ডকে অন্তরের অন্তঃস্থল থেকে ধিক্কার জানান এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত করেন। যুদ্ধবিদ্ধস্থ সদ্য স্বাধীন একটি দেশের সঠিক গঠন ও উন্নয়নে অকালে ঝড়ে যাওয়া এইসব প্রবল মেধাবী ও উন্নত মনের মানুষেরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারতেন বলে তিনি মত প্রকাশ করেন। তবে স্বাধীন বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের সেই ধাক্কা উতরে আজ বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে তাঁর পুর্ণ কৃতিত্ব তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে প্রদান করেন এবং তারই বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্নপূরণ সম্ভব বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। পরিশেষে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালনের সমাপ্তি ঘটে। 

2023-12-14
Download