সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ৩০ আগস্ট ২০২৩:
নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।
আজ (বুধবার) এক শোকবার্তায় তিনি প্রয়াত আব্দুল কুদ্দুসের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন এবং তিনি পাঁচবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। জনগণের কল্যাণে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রেখে গেছেন। আব্দুল কুদ্দুসের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস আজ বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।