Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 7th November 2023
Press Release

কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রথম বারের মত বাংলা চলচ্চিত্র ”মুজিব একটি জাতির রূপকার” এর সফল প্রদর্শণী।

 

আফ্রিকা মহাদেশের কেনিয়ায় প্রথমবারের মত মুক্তি পেল বাংলাদেশের ইতিহাস সম্বলিত বাংলা চলচ্চিত্র ”মুজিব একটি জাতির রূপকার। চলচ্চিত্রটি ০৫/১১/২০২৩ তারিখ দুপুর ১৪০০ ঘটিকায় বাংলাদেশ হাই কমিশনের নিজস্ব উদ্যোগে নাইরোবিস্থ ওয়েস্টগেইট প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।

 

প্রদর্শণের প্রারম্ভেই হাই কমিশনার জনাব তারেক মোহাম্মদ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, এ চলচ্চিত্রে জাতির পিতার শৈশব, কৈশর, রাজনৈতিক কর্মমূখর জীবন, ঐন্দ্রজালিক নেতৃত্ব ও সর্বাত্বক আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন যে, বঙ্গবন্ধু যখন স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করেন তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৯৭৫-এর ১৫ই আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে মানব ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দেয়। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। তিনি নতুন প্রজন্মসহ সকল প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগি হওয়ার আহবান জানান।

 

প্রায় দুইশ প্রবাসী বাংলাদেশী চলচ্চিত্রটি উপভোগ করেন। সেইসাথে কেনিয়াতে বসবাসরত পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্যসংখ্যক বাঙ্গালী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেনিয়া সরকারের কিছু কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মিডিয়াকর্মী, নাইরোবিস্থ ভারতীয় হাই কমিশনার ও অন্যান্য কূটনীতিকবৃন্দ চলচ্চিত্রটি উপভোগ করেন।

2023-11-06
Download