মাস্কাট, ১৬ ডিসেম্বর ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, মাস্কাট যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ পালন করেছে। দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ওমানের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, পেশাজীবি, ব্যবসায়ীগণ এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারিরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এদিন সকালে জাতীয় সংগীত পরিবেশনার সাথে মান্যবর রাষ্ট্রদূত সমবেতভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতাবাসের অস্থায়ী স্মৃতিসৌধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মধ্য দিয়ে মূল আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়। দূতাবাসের মিশন উপপ্রধান ও মিনিস্টার মিজ মৌসুমী রহমান আলোচনা অনুশষ্ঠানে সভাপতিত্ব করেন। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
মহান বিজয় দিবসের উপর আলোচনায় অংশ নেন ওমানের নেতৃস্থানীয় ব্যক্তিরা। দূতাবাসের মিশন উপপ্রধান ও মিনিস্টার মিজ মৌসুমী রহমান তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের বিজয় অর্জন করেছি। অনেক আত্নত্যাগের বিমিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ। বিজয় দিবসে তিনি মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং ওমান প্রবাসী বাংলাদেশীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য উৎসাহ দেন।
অনুষ্ঠানে একাত্তরের মুক্তিযুদ্ধের ও ১৫ আগস্ট সকল শহিদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।