Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 5th November 2023
Press Release

মানামায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি ডক্টর আহমেদ মুনিরুস সালেহীন বাহরাইন শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর সিইও এবং বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের শ্রম বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারির সাথে বৈঠক।

 

মানামাবাহরাইন০২ নভেম্বর ২০২৩:

 

গত ২৬ অক্টোবর ২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নিবরাছ মুহাম্মদ আলী ত্বালিব এবং বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের এসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারী আহমেদ জাফর মুহাম্মদ আল হাক্কী -এর মধ্যে দুটি পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

প্রথম বৈঠকে বাহরাইনের (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নিবরাছ মুহাম্মদ আলী ত্বালিব বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে বাহরাইন সফরের জন্য স্বাগত জানান। ড. আহমেদ মুনিরুছ সালেহীন শ্রমবাজার নতুন সংস্কারের মাধ্যমে প্রবাসীদের যে সকল সুবিধা প্রদান করা হয়েছে, সেজন্য তিনি বাহরাইন সরকারের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়েও তিনি আলোচনা করেন। যেমনঃ LMRA কর্তৃক নতুন নিবন্ধন প্রক্রিয়ার অধীনে মৃত প্রবাসী কর্মীকে দেশে পাঠানোর সুবিধা প্রদানের বিষয়, ছুটিতে থাকাকালীন সময়ে ভিসা ক্যানসেল না করা, বাহরাইনে কর্মরত বাংলাদেশি ব্যবসায়ী এবং যারা ভালো ভালো পদে কর্মরত রয়েছেন তাদের পরিবারকে বাহরাইনে আনার সুযোগ প্রদান করা। এ প্রেক্ষিতে, বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলোচ্য বিষয়সমূহ শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে আলোচনাপূর্বক সমাধানের আশ্বাস দেন। উল্লেখ্য, সিনিয়র সচিব প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের আমলে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে সে বিষয়ে (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

 

দ্বিতীয় বৈঠকে বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের এসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারী আহমেদ জাফর মুহাম্মদ আল হাক্কী বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান সিনিয়র সচিব এবং প্রতিনিধি দলকে বাহরাইন সফরের জন্য ধন্যবাদ জানান। একইভাবে সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বাহরাইনে বিপুলসংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান। এছাড়া কোভিড মহামারীর কারণে আটকে পড়া প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং ভিসা সহজীকরণসহ, বাণিজ্য-বিনিয়োগ, সংস্কৃতি ও পর্যটনে সহযোগতিা জোরদার করার বিষয়েও আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশিদের জন্য ভিসা খোলা ও নতুন করে কর্মী আনয়নের জন্য জোর দেন।  তিনি বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি পেশার জনবলসহ আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের জন্য বাহরাইন সরকারের নিকট অনুরোধ জানান।

 

উভয় বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ও বাহরাইনে নিযুক্ত সদ্য সাবেক রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমান এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

2023-11-02
Download