ঢাকা, ২৮.০৬. ২০১৯:
মুক্তিযোদ্ধা কমান্ডার ও নিউইয়র্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুন নবীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের অধিবাসী মুক্তিযোদ্ধা নুরুন নবী ছিলেন একজন সৎ ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। তিনি ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের সঙ্গী। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।