১৮ আগস্ট ২০২৩:
সংবাদ বিজ্ঞপ্তি-আঙ্কারা, ১৮ আগস্ট ২০২৩ : যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তুরস্কে ১৫ আগস্ট ২০২৩ তারিখে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। সকালে রাষ্ট্রদূত এম আমানুল হক কর্তৃক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দিবসটি স্মরণে কালো ব্যাজ পরিধান-এর মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সম্মূক্ষে ১৫ আগষ্ট-এর বিয়োগান্ত ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। অত:পর দূতাবাসের বিজয় একাত্তর মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ১৫ আগস্টের বিয়োগান্তু ঘটনার প্রতি আলোকপাত করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে শুধু বাংলাদেশের স্বাধীনতাই এনে দেননি বরং স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং বাঙ্গালী জাতির মূল্যবোধ ও অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। বাঙ্গালী জাতির কল্যাণে ও তাদের অধিকার নিশ্চিতকল্পে বঙ্গবন্ধু আমৃত্যু নিরলস পরিশ্রম করে গেছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকারীরা বাঙ্গালী জাতীয়তাবাদের চেতনাকে বাংলাদেশের আপামর জনতার মন থেকে যেমন মুছে ফেলতে পারেনি তেমনিভাবে আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকেও স্থায়ীভাবে বাধাগ্রস্থ করতে পারেনি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ একটি সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এরপর রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর লেখা ’বেদনায় ভরা দিন’ নিবন্ধনটি সকলকে পড়ে শোনান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের কারণে বাংলাদেশ উন্নয়নশীল বিশে^র দেশগুলোর জন্য রোল মডেলে পরিণত হয়েছে।
রাষ্ট্রদূত এম আমানুল হক ১৫ আগস্টের মর্মান্তিকভাবে নিহত শহীদদের সকলের রুহের মাগফিরাত কামনায় অদ্য শুক্রবার, ১৮ আগষ্ট ২০২৩ তারিখ বৈকালে তুরস্কের ১৫০ জন এতিম শিশুদের দূতাবাসে আমন্ত্রণ জানান এবং তাদেরকে বঙ্গবন্ধু ও পরিবারের সকলের সাথে পরিচয় করিয়ে দেন। পরিশেষে, এতিম শিশুদের সকলকে আপ্যায়নের মাধ্যমে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের সমাপ্তি হয়।