Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 30th October 2019
Press Release

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত বই Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ কুইন্স লাইব্রেরীর প্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল

 

২৯অক্টোবর২০১৯:

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত,বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট ‘Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ Volume – 1, 2, & 3 আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরীর প্রধান লাইব্রেরীয়ান এর কাছে হস্থান্তর করেন নিউইয়র্কস্থ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। কুইন্স লাইব্রেরীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান লাইব্রেরীয়ান জনাব নিক বোরন অত্যন্ত আগ্রহের সাথে এই মূল্যবান বই তিনটি গ্রহণ করেন। জনাব নিক বোরন বলেন যে এই ঐতিহাসিক সংকলনটি কুইন্স লাইব্রেরীর সংগ্রহে যুক্ত করতে পেরে কুইন্স লাইব্রেরী গর্বিত। এসময় কনসাল জেনারেল বইটির পটভূমি সম্পর্কে তাঁকে অবহিত করেন।  

 

উল্লেখ্য, নিউইয়র্কের কুইন্স লাইব্রেরীর প্রধান লাইব্রেরীয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নিক বোরন ২৮ অক্টোবর ২০১৯ তারিখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুননেসা’র সাথে কনস্যুলেটে সাক্ষাত করেন। এ সময় কনসাল জেনারেল মহান‘শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৯’ যৌথভাবে উদযাপনে সহযোগিতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদযাপনে সহযোগিতা প্রদানের জন্য কুইন্স লাইব্রেরীকে ধন্যবাদ জানান। কনস্যুলেট জেনারেলের এসকল গুরুত্বপূর্ণ  উদ্যোগী ভূমিকার ভূয়শী প্রসংশা করে জনাব বোরন বলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলই প্রথম কনস্যুলেট অফিস যারা মূলধারার কুইন্স লাইব্রেরীকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপন করেছে।

 

উল্লেখ্য, কনস্যুলেটের বিশেষ উদ্যোগে প্রথমবারের মত কুইন্স লাইব্রেরী তথা আমেরিকার মূলধারাকে সাথে নিয়ে এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ীমিশন এর যৌথ উদ্যোগে কুইন্স লাইব্রেরী, ফ্লাশিং এ যথাযথ মর্যাদায় “শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন করা হয়। অনুষ্ঠানে বাংলাভাষা ছাড়া ও অন্যান্য ভাষার ৮টি দেশের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার সংস্কৃতির সংগে বাংলাদেশী সংস্কৃতির মেলবন্ধন স্থাপনকরা হয়। এছাড়াও কনস্যুলেটের উদ্যোগে কুইন্স লাইব্রেরীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস, ২০১৯’ উদযাপনে বাংলাভাষা ছাড়াও বিভিন্ন ভাষাভাষীর শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

 

জনাব নিক বোরন বলেন নিউইয়র্কে দুইশত এর অধিকভাষার লোকবাস করেন এবং বাংলা ভাষাভাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, কুইন্স লাইব্রেরীতে দিন দিন বাংলাদেশী-আমেরিকান পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যেই কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলাভাষার বিভিন্ন বই এসব পাঠকদের নিকট বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। সেজন্য তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আসতে পেরে আনন্দিত বোধ করছেন। এ সময় তিনি কনস্যুলেটের অডিটরিয়ামে শিশুদের জন্য বাংলা পাঠ্যবই প্রাপ্তির সুযোগ দেখে তিনি অভিভূহন। কনসাল জেনারেল তাঁকে বলেন এসব বাংলা পাঠ্যবই নিউইয়র্ক ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কর্তৃক পরিচালিত বাংলা স্কুল গুলোতে সরবরাহ করা হয়ে থাকে। নতুন প্রজন্মের কাছে সমৃদ্ধ বাংলা ভাষাকে তুলে ধরার জন্য কুইন্স লাইব্রেরীতে ও এসকল বই সরবরাহ করা হবে বলে কনসাল জেনারেল তাঁকে জানান। উল্লেখ্য, ইতোপূর্বেও কনস্যুলেট কর্তৃক কুইন্স লাইব্রেরীতে অন্যান্য বই সরবরাহ করা হয়েছে। কনস্যুলেটের কাউন্সেলর মিজ্ আয়শা হক এসময় উপস্থিত ছিলেন।

2019-10-29
Press Release_scanned.pdf Press Release_scanned.pdf
Download