হংকং, ১৪ ডিসেম্বর ২০২৩:
আজ ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, হংকং কর্তৃক কন্স্যুলেট প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। অনুষ্ঠানে কন্স্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
মান্যবর কনসাল জেনারেল তাঁর বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের সকল শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরন করেন। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার প্রক্কালে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকান্ড ছিল জাতির জন্য অপূরণীয় ক্ষতি। শহীদ বুদ্ধিজীবীদের দেশের আত্নত্যাগ বাঙ্গালী জাতি গভীর শ্রদ্ধার সাথে চিরদিন স্মরন করবে এবং উদ্বুদ্ধ করবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে। তিনি সকল শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।
১৪ ডিসেম্বরে শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।