Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 3rd February 2019
Press Release

সিলেটের ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন

সিলেট, ০২.০২.২১০৯:

আমাদের জনগণের একটা বড় অংশ যুবক/যুবতি। তারা যেন  বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং  প্রতিযোগিতায় টিকে থাকতে সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিক্ষার মান বৃদ্ধি করে ছাত্র-ছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করতে না পারলে আমরা দায়বদ্ধ থাকব। আমাদের মত উন্নয়নশীল দেশে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এখন আর হরতাল, অবরোধ, বোমা আতঙ্ক নেই। আমাদের সন্তনেরা নিরাপদে স্কুলে যেতে পারে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে হবে।

সিলেটের ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবনের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন  এসব কথা বলেন। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদ উল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা বক্তৃতা করেন

2019-02-02
Download