ম্যানচেষ্টার, ১৫ অক্টোবর ২০২৩:
১৫ অক্টোবর ২০২৩ তারিখ বাংলাদেশ সহকারী হাই-কমিশন, ম্যানচেষ্টারে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত ঢাকা থেকে আগত কর্মকর্তাবৃন্দ ও ই-পাসপোর্ট প্রকল্পের কারিগরী দল উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্ট ইংল্যান্ড, বৃহত্তর ম্যানচেষ্টার, স্কটল্যান্ড এবং ওয়েলস থেকে আগত প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ কাউন্সিলরবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণীর বিপুল সংখ্যক বাংলাদেশীদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতার আরেকটি মাইলফলক। বাংলাদেশ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধান অতিথি উপস্থিত বৃটিশ-বাংলাদেশীদের সম্যক ধারণা প্রদান করেন।
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমসমূহ তুলে ধরে সহকারী হাই-কমিশনার কাজী জিয়াউল হাসান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন যে, ১৫ অক্টোবর ২০২৩ তারিখটি নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্ট ইংল্যান্ড, বৃহত্তর ম্যানচেষ্টার, স্কটল্যান্ড এবং ওয়েলস এ বসবাসরত বাংলাদেশী এবং বৃটিশ বাংলাদেশী নাগরিকদের জন্য অত্যন্ত আনন্দের ও তাৎপর্যপূর্ণ দিন। তিনি বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করেন তার বাস্তবায়ন এবং উন্নয়নের ধারাবাহিকতায় চালু হলো ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। জাতির পিতার নির্দেশিত পথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নিরলস পরিশ্রমের ফলে সর্বাধুনিক প্রযুক্তি ও অন্যান্য বিশ্বমানের পরিষেবার প্রাপ্যতা বাংলাদেশীদের জন্য নিশ্চিত করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রবাসী সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। উল্লেখ্য, আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্ট ইংল্যান্ড, বৃহত্তর ম্যানচেষ্টার, ওয়েলস এবং স্কটল্যান্ড বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী নাগরিক ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।