Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 15th November 2020
Press Release

পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেশের কয়েকটি উইমেন চেম্বার অব কর্মাসের নেতৃবৃন্দসহ নারী উদ্যোক্তাদের সাক্ষাত

 

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে গতকাল ঢাকায় তাঁর দপ্তরে ঢাকা, সিলেট রংপুর, সিরাজগঞ্জ, এবং সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ নারী উদ্যোক্তারা সাক্ষাত করেন।

 

এসময় নারী উদ্যোক্তাগণ মনিপুরী, শীতলপাটি, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, তাঁতশিল্প, বেত শিল্পসহ দেশীয়  উৎপাদিত  অপ্রচলিত  পণ্য  বিদেশেরপ্তানির  আগ্রহ  প্রকাশ  করেন।  এসব  পণ্য  রপ্তানির  ক্ষেত্র  তৈরি  ও  দিগন্ত  উন্মোচন  এবং  আন্তর্জাতিক  ব্যবসায়ীদের  সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নে তাঁরা পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

 

পররাষ্ট্রমন্ত্রী নারী উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ড. মোমেন  বলেন,  ইতোমধ্যে  পররাষ্ট্র  মন্ত্রণালয়  অর্থনৈতিক  কূটনীতি  ও  জনকূটনীতি  চালু  করেছে।  এর  মাধ্যমে  বৈদেশিক  বিনিয়োগ বৃদ্ধির  পাশাপাশি  দেশীয় পণ্য রপ্তানির ক্ষেত্র আরো প্রসারিত হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, ঢাকা উইমেন চেম্বারের সভাপতি নাজ ফারহানা আহমেদ, সিরাজগঞ্জ  উইমেন  চেম্বারের  সভাপতি  শারিতা  মিল্লাত,  রংপুর  উইমেন  চেম্বারের  সভাপতি  আনোয়ার  ফেরদৌসী  পলি,  সুনামগঞ্জ  উইমেন চেম্বারের সভাপতি হোসনা হুদা।

 

2020-11-12
Download