ঢাকা, ৩১ অক্টোবর ২০২৩:
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সিলেট শাহী ইদ্গাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতোয়ালি জহির বক্সের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় পররাষ্ট্র মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, জহির বক্স সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। আজ দুপুর ২টায় শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।