মাস্কাট, ২৫ মার্চ ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, মাস্কাট এ যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ২০২৩ তারিখ গণহত্যা দিবস পালিত হয়েছে। মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ নাজমুল ইসলাম মহোদয় এর সভাপতিত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, পবিত্র ত্রিপিটক ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। পরে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। এরপরে ১৯৭১ সালের ২৫ মার্চে সকল শহিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ও এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয় এবং পরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।