জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি।
এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট ফজলে রাব্বি মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা ছিলেন। দেশ ও জনগণের কল্যাণে তিনি সবসময় সোচ্চার ছিলেন। একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং ডেপুটি স্পিকার হিসেবে সংসদীয় গণতন্ত্র চর্চায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি মরহুম ফজলে রাব্বি মিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।