Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 24th July 2022
Press Release

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং-এর উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে বাংলাদেশি নারীকর্মীদের ‘শ্রম অধিকার সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা’ সংক্রান্ত এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন

 

হংকং, ২৪ জুলাই ২০২২:

 

আজ ২৪ জুলাই ২০২২ তারিখ রবিবার, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং-এর উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে বাংলাদেশি নারীকর্মীদের ‘শ্রম অধিকার সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা’ সংক্রান্ত এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হংকংস্থ কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি-নিষেধ এবং নারীকর্মীদের ছুটির দিন ‘রবিবার’ বিবেচনায় নিয়ে এ আয়োজনে ৩০ (ত্রিশ) জন নারীকর্মী অংশগ্রহণ করেন। এ আয়োজনে হংকংস্থ Equal Opportunity Commission এবং United Christian Nethersole Community Health Centre নামক একটি এনজিও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। জনাব জাহিদুর রহমান, কনসাল (লেবার) এর উপস্থাপনায় এই অনুষ্ঠানে বাংলাদেশি নারীকর্মীদের, বিভিন্ন ধরণের সামাজিক বৈষম্য, হংকংস্থ শ্রম আইনের বিভিন্ন দিক, আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ে ধারণা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়া, কর্মীদের সকলের রুটিন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয় এবং কয়েক জনের বিশেষ স্বাস্থ্যগত বিষয়ে জিজ্ঞাসার প্রেক্ষিতে পরামর্শ  প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং এর কনসাল জেনারেল মিজ্ ইসরাত আরা।

 

কনসাল জেনারেল তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার কর্তৃক অভিবাসী কর্মীদের প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা, অভিবাসীদের অধিকার সংরক্ষণে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশের বলিষ্ঠ ভূমিকা এবং অভিবাসীদের স্বার্থ সুরক্ষায় সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশের নারীকর্মীরা হংকং-এ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। কনস্যুলেট-এর এ  ধরণের আয়োজনে নারীকর্মীরা আরো বেশি আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী হয়ে কাজ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নারীকর্মীদের যেকোন প্রয়োজনে সবসময় কনস্যুলেট পাশে আছে বলে তিনি জানান এবং তাদের যেকোন সমস্যা হলে তাৎক্ষণিক ভাবে কনস্যুলেটকে জানানোর পরামর্শ প্রদান করেন। নারীকর্মীদের সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নারীকর্মীদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় কনস্যুলেট কর্তৃক এই ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য অংশ গ্রহণকারী নারী কর্মীরা কনসাল জেনারেল এবং কনস্যুলেটকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, হংকং-এ প্রায় ৬৫০ (ছয়শত পঞ্চাশ) জন নারী গৃহকর্মী কর্মরত আছেন।

2022-07-24
Download