Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd October 2023
Press Release

বেইজিং-এ চীনের শিক্ষা মন্ত্রীর সাথে বাংলাদেশের শিক্ষা মন্ত্রীর বৈঠক

 

২০ অক্টোবর ২০২৩:

 

গত ১৯ অক্টোবর ২০২৩ তারিখে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, এম. পি. চীনের শিক্ষা মন্ত্রী হুয়াই জিনপেং এর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন। উক্ত বৈঠকটি বেইজিং-এ চীনের শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়৷ অন্যান্যদের মধ্যে চীনে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন, এনডিসি এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধবতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন । বৈঠকে শিক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়৷ এছাড়া, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে দ্বিপাক্ষিক স্বার্থ- সংশ্লিষ্ট সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়৷ শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, এম. পি. চীনের শিক্ষা মন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন৷ এ প্রসংগে তিনি তাকে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী নিয়েও অবহিত করেন৷

 

চীনের শিক্ষা মন্ত্রী হুয়াই জিনপেং বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ন সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে চীন সরকারের অংগীকারের কথা ব্যক্ত করেন৷ তিনি শিক্ষা ক্ষেত্রে চীনের সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বাংলাদেশের সাথে এই ক্ষেত্রে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন৷

 

সাম্প্রতিককালে, বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার তাগিদে চীনে আসার প্রেক্ষাপটে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বেশি সংখ্যক বৃত্তি প্রদান এবং কারিগরি ও বৃত্তিমূলক (Technical & Vocational) শিক্ষার বিষয়েও আলোচনা হয়৷ চীনে উচ্চতর পড়াশোনা সম্পর্কিত তথ্যাদির জন্য শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে “শিক্ষা মেলা” আয়োজনের বিষয়েও আলোচনা হয়৷

 

এর আগে গত ১৮ অক্টোবর ২০২৩ তারিখে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, এম. পি. চীন সরকারের “বেল্ট এন্ড রোড” এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বেইজিং-এ অনুষ্ঠিত “বেল্ট এন্ড রোড ফোরামে” অংশগ্রহণ করেন৷ একইদিনে তিনি শহিদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, বেইজিং আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন৷

2023-10-20
Download