Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 4th December 2023
Press Release

বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান পার্লামেন্টের সিনেট প্রধানের বৈঠক

 

উজবেকিস্তান, ২৯ নভেম্বর ২০২৩:

 

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আজ (২৯ নভেম্বর ২০২৩) উজবেকিস্তানের পার্লামেন্ট (ওলিই মজলিশ) এর সিনেটের চেয়ারপারসন, ড. তানজিলা নায়বেইভা সাথে সিনেটভবনে সাক্ষাৎ করেন। এসময় সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান, ফররুখ  জুরায়েভ এবং দূতাবাসের কাউন্সেলর, মো: নাজমুল আলম উপস্থিত ছিলেন।

 

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধনশীল দ্বি-পাক্ষিক সম্পর্কের চিত্র তুলে ধরে দু’দেশের জনগনের মধ্যকার বিরাজমান বন্ধুত্ব ও বোঝা-পোড়াকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ ও উজবেকিস্তানের সংসদ সদস্যদের নিয়ে গঠিত ইন্টার পার্লামেন্টারী গ্রুপের সদস্যের মধ্যে নিয়মিত বৈঠক ও সফর বিনিময়ের উপর জোর গুরুত্ব আরোপ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, বিশেষ করে ভেীত অবকাঠামো উন্নয়ন, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের উপর আলোকপাত করে রাষ্ট্রদূত “রূপকল্প-২০৪১” এর লক্ষ্য, তাৎপর্য এবং তা বাস্তবায়নে সরকারের গৃহীত উদ্যোগ ও পদক্ষেপসমূহ বর্ণনা করেন। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে উজবেকিস্তানকে বাংলাদেশের এ উন্নয়নে অংশগ্রহনের আহ্বান জানিয়ে, রাষ্ট্রদূত যোগ করেন  যে, দু’দেশের  মধ্যে বিদ্যমান ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরো সম্প্রসারিত ও ফলপ্রসূ করার ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গক্রমে তিনি বাংলাদেশের রাজনীতি, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে  সিনেট প্রধান ড. তানজিলা নায়বেইভা কে অবহিত করেন।

 

সিনেটর ড. তানজিলা নায়বেইভা অর্থনৈতিকও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের  অগ্রযাত্রা, বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের বলিষ্ঠ ভূমিকা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। টেক্সটাইল ও ফার্মাসিউটিকাল সেক্টরে বাংলাদেশের ইর্ষণীয় অর্জনের প্রতি ইঙ্গিত করে এ দু’ক্ষেত্রে বাংলাদেশ-উজবেকিস্থানের মধ্যকার চলমান সহযোগিতাকে আরো অর্থবহ ও কার্যকরী করার উপর জোর দেন। তিনি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাফল্য কামনা করেন এবং দু’দেশের মধ্যে সংসদ সদস্য পর্যায়ের সফর আয়োজনের প্রয়োজনীয়তার কথা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন।

 

বাংলাদেশ-উজবেকিস্থানের মধ্যকার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে রাষ্ট্রদূতকে সিনেট প্রধান কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদানের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।

2023-11-29
Download