সাবেক অর্থ উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের শোক
ঢাকা, ২২ অক্টোবর ২০২৩:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী, সাবেক এমপি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।
আজ এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মরহুম ফখরুল ইসলাম মুন্সি দেশ ও জাতির কল্যাণে নিরলস কাজ করে গেছেন। এদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি মরহুম ফখরুল ইসলাম মুন্সির রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।