Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 16th July 2023
Press Release

তুরস্কের রাষ্ট্রপতির নিকট নবনিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত-এর পরিচয় পত্র হস্তান্তর

 

আঙ্কারা১৪ জুলাই ২০২৩:  

 

গত  ১৩ জুলাই ২০২৩ বিকাল-এ তুরস্কে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম আমানুল হক প্রেসিডেন্ট প্যালেসে তুরস্কের রাষ্ট্রপতি রিজেপ তাইয়্পি এরদোয়ান-এর নকিট তাঁর পরিচয় পত্র পেশ করেন। তুরস্কের ঐতিহ্যবাহী অনাড়ম্বরপূর্ন আয়োজনে উক্ত পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর সহধর্মিনী রুনা মাহজাবিন আহমেদ এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশেদ ইকবাল, এনডিসি, পিএসসি ও দ্বিতীয় সচিব এবং দূতালয় প্রধান মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

 

পরিচয় পত্র অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিন এশিয়া) জনাব ওউজহান এরতুরাল ও রাষ্ট্রচার প্রধান রাষ্ট্রদূত আহমতে জমেলি মরিওলু। এসময়ে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তুরস্কের রাষ্ট্রপতি রিজেপ তাইয়্পি এরদোয়ান-কে শুভেচ্ছা জানান এবং রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।  

 

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাকালে রাষ্ট্রদূত মায়ানমার হতে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসন এবং সৃষ্ট মানবিক এ সঙ্কট সমাধানে তুরস্কের সরকার ও নেতৃত্ব সর্বদা বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গতিশীল ও উচ্চতর পর্যায়ে উন্নীত করণে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং বাণিজ্য, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, পর্যটন এবং সামরিক ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে উত্তরোত্তর বৃদ্ধি করতে তুরস্কের সর্বোচ্চ নেতৃত্ব ভ্রাতৃপ্রীতম বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করবেন মর্মে  তিনি  আশা প্রকাশ করেন। এছাড়া, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে চলমান উন্নয়ন কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

 

প্রেসিডেন্ট এরদোয়ান ত‚র্কী জনগণ ও সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত এম আমানুল হক-কে তুরস্কে স্বাগত জানান। ভবিষ্যতে ভ্রাতৃপ্রীতম বাংলাদেশের সরকারের ও জনগণের কল্যানে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন।

 

অত:পর ১৪ জুলাই ২০২৩ তারিখে দুপুরে রাষ্ট্রদূত এম আমানুল হক আঙ্কারস্থ আনিতকবির-এ প্রায়াত রাষ্ট্রপতি কামাল আতার্তুক-এর সমাধস্থিলে পুষ্পস্তবক র্অপন করনে।

2023-07-14
Download