আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ধর্মমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।
আজ এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মরহুম অধ্যক্ষ মতিউর রহমান বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আজীবন জনগণের কল্যাণে রাজনীতি করে গেছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অসামান্য।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।