ঢাকা, ২৫.০৫.২০২০ :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মকবুল হোসেন পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।