মানামা, বাহরাইন, ২৭ অক্টোবর ২০২৩
গত ২৭ অক্টোবর ২০২৩ তারিখে বাংলাদেশ দূতাবাস কর্তৃক স্থানীয় সময় দুপুর ২টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ, এমপি বাহরাইনে আগমন উপলক্ষে রাজধানী মানামার রেডিসন ব্লু হোটেলে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েসের সভাপতিত্ত্বে এবং প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় পরিচালিত হয়। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রীইমরান আহমেদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের সদ্য সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান এবং বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী।
দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মহিউদ্দিন কায়েস তার স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করায় মাননীয় মন্ত্রীসহ আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং স্কুল প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখেন এমন প্রাক্তন রাষ্ট্রদূতগণসহ বাংলাদেশী প্রবাসীদেরকে।তিনি স্কুল ভবন নির্মাণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে এম মুমিনুর রহমান এবং সদ্য সাবেক রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের অবদানেরকথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি স্কুল ভবন নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন তার বক্তব্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় এ স্কুলের কার্যক্রম যেনপরিচালিত হয় তার দিকে বিশেষ দৃষ্টি রাখার উপর জোর দেন।
সদ্য সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিবড. মুহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, এ স্কুল ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ সমাপ্ত না হওয়া পর্যন্ত সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন এবং এ স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বাংলাদেশ ও বাহরাইনের উভয় সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ,এমপি প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানন্দ অনুমোদন ও তাঁর বরাদ্দকৃত অর্থে জাতির পিতার নামকরণে বিশ্বের বুকে সর্বপ্রথম বাহরাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল নামে এ স্কুল নির্মাণ হতে যাচ্ছে, এটি বাহরাইনে বসবাসরত বাংলদেশীদের জন্য বিশেষ গৌরবের ও আনন্দের।তিনি প্রবাসীদের নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও আর্থ সামাজিক নানা ক্ষেত্রে বাংলাদেশ আজ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে।তিনি বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার জন্য আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০ টায় মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ, এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং স্কুল ভবনে নির্মাণের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।