Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 28th July 2019
Press Release

রোহিঙ্গারা অনেকদিন স্থায়ী হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে- পররাষ্ট্রমন্ত্রী

 

সিলেট, ২৭.০৭.২০১৯:


 রোহিঙ্গারা অনেকদিন স্থায়ী হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। আমরা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তন চায়। তবে আমরা যুদ্ধ চায় না। আমি আশা করি খুব শীঘ্রই রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবর্তন শুরু হবে। বাংলাদেশ ১০ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সারা পৃথিবীর মধ্যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন গতকাল সিলেটের সিলেটভিউটোয়েন্টিফোরডটকম অনলাইন পত্রিকার প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন।
এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানান । 
ড. মোমেন বলেন, গণমাধ্যম সরকারের ভূলত্রুটি ধরিয়ে দেয়ার পাাশাপাশি সরকারের উন্নয়নসমূহ তুলে ধরলে তা উন্নয়নের গতি বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশের অপপ্রচার ও গুজব বন্ধেও ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, মিডিয়া সঠিক তথ্য দিলে দেশ ও জনগণ উপকৃত হবে। তিনি আশা করেন, মিডিয়াকে হিংসা-বিদ্বেষ কমাতে জোরালো ভূমিকা রাখবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কাজ ব্যাহত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। যখন কোন দেশ উন্নয়ন করে তাদের শত্রু সৃষ্টি হয়, নানাভাবে বাঁধা সৃষ্টি করা হয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তিনি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আশা করেন।

2019-07-27
Download