Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 27th March 2023
Press Release

বাংলাদেশ হাইকমিশন, মরিশাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন

 

26শে মার্চ, ২০২৩, পোর্ট লুইস:

 

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাইকমিশন, মরিশাস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন করে। অনুষ্ঠান উপলক্ষ্যে সকালে মান্যবর হাইকমিশনার দূতাবাসের সকল কর্মকর্তাকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। 

 

মান্যবর হাইকমিশনার রেজিনা আহমেদ তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ  বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, স্বাধীনতা যুদ্ধের 30 লাখ শহিদ, সম্ভম হারানো দুই লক্ষ মা-বোন এবং সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরিয়ে ৫২ বছরে পদার্পণ করল প্রিয় মাতৃভূমি। আজ ২৬ মার্চ,  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।  ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলীয়ান হওয়ার দিন আজ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে মহিমান্বিত করেছে। 2041 সালের মধ্যে ‘ স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

2023-03-26
Download